অভিনেতা সৌমিত্র চট্টপাধ্যায় করোনায় আক্রান্ত

বলিষ্ঠ অভিনেতা ও দাদা সাহেব ফাল্কে পুরস্কার জয়ী সৌমিত্র চট্টপাধ্যায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তিনি কলকাতার বেল্লেভু নার্সিং হোমে ভর্তি হয়েছেন বলে ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে।

তিনি বেশ কয়েকদিন ধরে অসুস্থবোধ করছিলেন। চিকিতসকের পরামর্শে করোনা পরীক্ষা করান। মঙ্গলবার সকালে ফলাফল পজিটিভ এসেছে বলে জানায় তার পরিবার।

বাঙালি অভিনেতা সৌমিত্র চট্টপাধ্যায় অস্কারজয়ী সত্যজিত রায়ের সহযোগি এবং ফেলুদা সিরিজের জন্য বেশ সুপরিচিত।

ফেলুদা ছাড়াও সত্যজিতের আরও অনেক সিনেমায় দেখা গেছে তাকে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো- অপুর সংসার।

এছাড়া তিনি অশনী সংকেত, ঘরে বাইরে, চারুলতা, শাখা প্রশাখা, সাত পাকে বাঁধাসহ অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন।

এদিকে সৌমিত্রের করোনা পজিটিভের খবরে টলি পাড়ায় আতংক ছড়িয়ে পড়েছে। সৌমিত্রের অনেক সহকর্মী তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

কিছুদিন আগে অভিনেতা ও পরিচালক পরমব্রত চট্টপাধ্যায়ের সাথে বাংলা সিনেমা ‘অভিযান’ এর শুটিং শুরু করেছেন। সিনেমায় যিশু সেনগুপ্ত সৌমিত্রের তরুণ বয়সের চরিত্রে অভিনয় করবেন। সৌমিত্র তার বৃদ্ধ বয়সের চরিত্রে অভিনয় করবেন।