তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের মামলায় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদকে চার দিনের রিমান্ড শেষে আবারও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
চার দিনের রিমান্ড শেষে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের ইন্সপেক্টর ও মামলার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম শুক্রবার (১০ আগস্ট) নওশাবাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে অভিনেত্রীর জামিন আবেদন করেন তার আইনজীবী।
শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিরুল হায়দার তার জামিন নামঞ্জুর করে ফের দুই দিনের রিমান্ড আদেশ দেন।
এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রদের ওপর হামলার গুজব ছড়ানোয় গত ৪ আগস্ট রাতে উত্তরা থেকে নওশাবাকে আটক করে র্যাব।
ফেসবুক লাইভে এসে নওশাবা দাবি করেন, জিগাতলায় শিক্ষার্থীদের ওপর হামলায় দুজন নিহত হয়েছেন। এছাড়া হামলাকারীরা একজনের চোখ উপড়ে ফেলেছে।
তিনি সবাইকে একত্রিত হয়ে শিক্ষার্থীদের ‘রক্ষায়’ রাস্তায় নামার আহ্বান জানান।
আজকের বাজার/এমএইচ