দুই বাংলার জনপ্রিয় নায়ক দেব। দক্ষিণী ও ভারতীয় বিভিন্ন জনপ্রিয় সিনেমার রিমেকে অভিনয় করে বেশ নাম কামান তিনি। তবে এবার তিনি সিনেমার মৌলিক কাহিনী নিয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। সম্প্রতি ‘আমাজন’ সিনেমা নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন দেব।
এরই ফাঁকে স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন কাট-পেস্ট সিনেমায় তিনি আর কাজ করবেন না। দেব বলেন, দক্ষিণী ছবির রিমেকে অবশ্যই কাজ করব। আমাকে ডিভিডি দিয়ে কেউ ছবি করাতে পারবেন না। ডিভিডি দিতে পারো, কিন্তু আমাকে ইম্প্রোভাইজ করতে দিতে হবে। কপি-পেস্ট ছবিতে আমি আর নেই।
দেব আরও বলেন, আমি ভবিষ্যৎকে দেখার চেষ্টা করি। যাতে কেউ পেছন ফিরে দেখলে মনে হবে- দেব একমাত্র অভিনেতা যে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে গেছে। এ বছর যেমন বক্সার, পাইলট ও অ্যাডভেঞ্চারারের ভূমিকায় অভিনয় করেছি।
‘ধূমকেতু’ রিলিজ করলে, সেখানে ৮২ বছরের এক বৃদ্ধের চরিত্রে অভিনয় করতে দেখবেন। আমাকে যা প্রতিনিয়ত তাড়া করে বেড়ায়, তা হল আমি নতুন কী করলাম। আপনাকে বাছতে হবে, আপনি কী চান? স্বল্পমেয়াদি সাফল্য নিয়ে বেঁচে থাকা না কি যুগের পর যুগ দর্শকের মনে স্থান পাওয়া।
আজকের বাজার: সালি / ০৯ ডিসেম্বর ২০১৭