অভিনয় করতে ভারত গেলেন ওমর সানি ও মৌসুমী

‘নোলক’ ছবির শুটিং চলছে ভারতের হায়দরাবাদ রামুজি ফিল্ম সিটিতে। রাশেদ রাহা পরিচালিত ছবিটিতে অভিনয় করছেন ওমর সানি ও মৌসুমী দম্পতি। তাই তাঁরা দুজনই এখন অবস্থান করছেন ভারতে। সেখানে ছবিটির শুটিং শুরু হয় গত ১ ডিসেম্বর। শুরুর দিকে নিজেদের শুটিং শেষ করেন শাকিব খান ও ববি। আর গতকাল বুধবার শুটিং শুরু করেছেন সানি ও মৌসুমী।

ওমর সানি বলেন, ‘আমরা গতকাল থেকে ছবির শুটিং শুরু করেছি। পরশু আমি ভারতে এসেছি। রামুজিতে এখন আমি এবং মৌসুমী দুজনই কাজ করছি। এমন অ্যারেঞ্জমেন্টে কাজ করতে ভালো লাগছে।’

সানি আরো বলেন, “বাংলাদেশের চলচ্চিত্র বাঁচাতে এখন প্রয়োজন ভালো চলচ্চিত্র। আমি সব সময় চেষ্টা করি ভালো কাজের সাথে যুক্ত হতে। এই ছবিতে কাজ করে ভালো লাগছে। একদল তরুণের প্রচেষ্টায় চলছে ছবির কাজ। আমরা তাদের সাথে সহযোগিতা করছি পুরোদমে। আশা করি ‘নোলক’ ভালো ছবি হিসেবে দর্শকপ্রিয়তা পাবে।”

পরিচালক রাশেদ রাহা বলেন, ‘আমি প্রথম ছবি নির্মাণ করছি, কিন্তু সবাই এত সহযোগিতা করবেন আগে বুঝতে পারিনি, তাই সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের দেশের শিল্পীদের নিয়ে অনেক ধরনের কথা শুনতাম, সেখান থেকে একধরনের ভয় কাজ করছিল। কিন্তু শুটিং শুরু করার পর সব ধারণাই মিথ্যা হয়ে গেল। সবার সহযোগিতা নিয়ে আমি ভালো কিছু উপহার দিতে পারব বলে আত্মবিশ্বাস তৈরি হয়েছে।’

ছবির কাহিনী-সংলাপ-চিত্রনাট্য লিখেছেন ফেরারী ফরহাদ। রাশেদ রাহা পরিচালিত এই ছবিটি প্রযোজনা করছে বি হ্যাপি এন্টারটেইনমেন্ট।
আজকের বাজার: সালি / ২১ ডিসেম্বর ২০১৭