অভিবাদন ২০১৮

নতুন মানেই সম্ভাবনা। নতুন মানেই স্বপ্ন জাগানিয়া। নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যাশায় আজ কুয়াশার চাদর সরিয়ে উঁকি দিচ্ছে বছরের প্রথম সূর্য।

প্রকৃতির নিয়মে সূর্যকে আরেকবার প্রদক্ষিণ করেছে পৃথিবী। সঙ্গে এনেছে একটি নতুন বছর। চেতনায় জাগ্রত আবহমান সেই মাঙ্গলিক বোধ-অতীতের জীর্ণতা অতিক্রান্ত দিনমাসপঞ্জির হিসাব থাক মহাকালের পাতায়। প্রত্যাশায় বুক বাঁধি নতুন দিনের সূর্যোলোকে। যার আলোকচ্ছটায় মুছে দেবে ফেলে আসা দিনের অপ্রাপ্তির বেদনা। জাগাবে নতুন প্রত্যয়ে নতুন সম্ভাবনার পথে এগিয়ে যাবার প্রেরণা। সমস্ত অনিশ্চয়তা সরিয়ে এক ঝলমলে উজ্জ্বল বছরের প্রত্যাশায় স্বাগত জানাই নতুন এই বছরটিকে। অভিবাদন হে ২০১৮।

বিগত বছরের প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব খুঁজতে খুঁজতে ডানা মেলে নতুন স্বপ্নের। প্রকৃতির অমোঘ নিয়মে বয়ে চলে সময়। পাল্টে দিয়ে যায় অনেক কিছু। কারো সময় যায় ঝড়ঝাপটায়, কারো বা নিস্তরঙ্গ হয়ে। আনন্দ-বেদনার যুগলবন্দিতে। এভাবেই চলতে চলতে পূর্ণ হয় অভিজ্ঞতার ঝুলি। চলে যাওয়া অনেক ঘটনাই রয়ে যায় সঙ্গি হয়ে। সেগুলো নিয়েই পথ চলতে হয়। এমনই এক আলোচিত বিষয় ‘রোহিঙ্গা’। গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী বর্তমানে ১৪ লক্ষ রোহিঙ্গা রয়েছে বাংলাদেশে। নতুন বছরের জন্য যা এক বড় চ্যালেঞ্জ।

বিগত বছরের কিছু হৃদয়স্পর্শী ঘটনাও হয়ত ভুলবার নয়। এর অন্যতম হাওরে পাহাড়ি ঢল, উত্তরের বন্যা, পাহাড় ধসে মৃত্যু, জঙ্গি দমন, এক ঝাঁক গুণী মানুষের প্রয়াণ, প্রশ্নপত্র ফাঁস, দ্রব্য মূল্যের উর্ধ্বগতি। এ বছরের অন্যতম প্রাপ্তি ৭ মার্চের ভাষণকে বিশ্বের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ভাষণ হিসেবে জাতিসংঘের স্বীকৃতি বড় প্রাপ্তি, বাংলার ইলিশের জিআই বা বিশ্বস্বীকৃতি। রোহিঙ্গাদের মমতা দেখিয়ে প্রধানমন্ত্রীর ‘মাদার অব হিউমিনিটি’ খ্যাতি অর্জন। ২০১৭ সালেই ডানা মেলেছে স্বপ্নের পদ্মা সেতু। যা স্বপ্ন জাগিয়েছে সাধারণের মাঝেও। ১৯৭১ সালে জন্ম নেওয়া দেশটি একে একে প্রতিটি স্বপ্নই ছুঁয়ে চলেছে। হয়ত স্বাধীনতার অন্যতম চাওয়া গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠার স্বপ্নও পূরণ হবে এ বছর। বর্তমান শান্ত রাজনীতির মাঠ সেই ইঙ্গিতই বহন করে।

প্রতিক্ষিত জাতীয় সংসদ নির্বাচন এবছরই। এ বিবেচনায় তাই নতুর বছরটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিদায়ী বছরে রাজনীতির মাঠ ছিল বিগত বছরগুলোর তুলনায় অনেকটাই শান্ত। গত এক বছরে রাজপথে আন্দোলনের কর্মসূচি নিয়ে রাজপথে নামতেই পারেনি বিএনপি। ছিল না হরতাল কিংবা আগুনে পোড়া, বোমায় বিধ্বস্ত কোন শোকাতুর পরিবেশ। তাই প্রত্যাশা করতেই পারি এবার সকল বাধা সরিয়ে প্রতিষ্ঠিত হবে গণতন্ত্র। সাফল্যে উজ্জ্বল হয়ে উঠবে বাংলাদেশ, মুছে যাবে ব্যর্থতার গ্লানি। এগিয়ে যাবে দেশ; এমন প্রত্যাশায় শুভ বিদায় ২০১৭। শুভেচ্ছা ২০১৮।

একইসঙ্গে শুভেচ্ছা জানাই আজকের বাজারের সকল পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা, এজেন্ট, হকার ও শুভানুধ্যায়ীদের। শুভ হোক সকলের।

আজকের বাজার: আরআর/ এসএস/ ওএফ/এলকে/ ৩১ ডিসেম্বর ২০১৭