অভিবাসী বিতর্কে মের্কেল-স্বরাষ্ট্রমন্ত্রীর চুক্তি

অভিবাসন বিষয়ে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল তার স্বরাষ্ট্রমন্ত্রী হোরস্ট সীহোপারের সঙ্গে একটি চুক্তি করেছেন। খবর এএফপি’র।

অভিবাসন সংকট নিয়ে আলোচনার কয়েক ঘণ্টা পর সিএসইউ দলের প্রধান বলেন, ‘আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার পর একটি চুক্তিতে পৌঁছেছি।’

এর আগে সরকার থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিলেও তিনি এখন কেবিনেটে থেকে যাওয়ার আগ্রহ ব্যক্ত করেছেন।

আরজেড/