ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, রাজধানীতে মাদকবিরোধী অভিযানের সময় নিরীহ মানুষকে হয়রানি করা হলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (২ জুন) রাজধানীর পল্টন কমিউনিটি সেন্টারে দুঃস্থদের মাঝে ঈদের পোশাক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মাদক ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সারাদেশে মাদকের বিরুদ্ধে অভিযান চলছে। মাদক আমাদের সন্তানদের ধ্বংস করে দিচ্ছে। এই সমাজে আমরা আরেকটি ঐশী সৃষ্টি করতে দেব না। মাদকের বিরুদ্ধে আমরা একবিন্দু ছাড় দেব না।'
তিনি আরও বলেন, এতে সাধারণ মানুষের ভয় পাবার কোন কারণ নেই। তবে মাদক ব্যবসায়ীরা যেই হোক, তাদের বিচারের আওতায় আনা হবে।
এ সময় উপস্থিত ছিলেন ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) দেবদাস ভট্টাচার্য্য, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) কৃষ্ণ পদ রায় সহ রমনা ও মতিঝিল বিভাগের উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ।
রাসেল/