অভিযান বার্ষিকী উপলক্ষ্যে ইউক্রেনে রাশিয়ার বাহিনী পরিদর্শন প্রতিরক্ষামন্ত্রীর

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু অধিকৃত ইউক্রেনে মস্কোর বাহিনী পরিদর্শন করেছেন। শনিবার ক্রেমলিনের অভিযান শুরুর বার্ষিকীতে দেশটির সেনাবাহিনী এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
শোইগু একটি কমান্ড সেন্টারে সৈন্যদের বলেন, ‘আজ বাহিনীর অনুপাতের দিক থেকে আমাদের পক্ষের সৈন্যরা সুবিধাজনক অবস্থানে রয়েছে।’
এদিকে সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, শোইগুকে অবহিত করা হয়েছিল যে রাশিয়ার বাহিনী আভদিভকা শিল্প কেন্দ্র দখল করার পর অভিযান চালিয়ে যাচ্ছে। (বাসস ডেস্ক)