নির্বাচনে হেরে অভিযোগ তোলা বিএনপির পুরনো অভ্যাস বলে সোমবার মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ।
‘তারা ইতিমধ্যে বলা শুরু করেছে যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে তাদের জিততে দেয়া হবে না, যদিও আন্দোলনের অংশ হিসেবে তারা নির্বাচনে অংশ নিচ্ছে। তাদের এই ধরনের বক্তব্য প্রমাণ করে যে, ইতিমধ্যে তারা নির্বাচনে হেরে গেছে। অভিযোগ করা তাদের অভ্যাস,’বলেন তিনি।
রাজধানীর বনানীতে ঢাকা উত্তর সিটি করপোরেশন(ডিএনসিসি)নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন কমিটির সূচনা সভায় গণমাধ্যমের সাথে আলাপকালে তোফায়েল এ মন্তব্য করেন।
এ কমিটির সমন্বয়কারী তোফায়েল আহমেদ বলেন, বিএনপির হতাশাবাদী অবস্থান তাদের কর্মীদের আত্মবিশ্বাস হারাতে বাধ্য করছে। কমিটি মঙ্গলবার ডিএনসিসি, ডিএসসিসি নির্বাচনের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে নির্বাচন কমিশনে দেখা করতে যাবে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান