অভিশংসন তদন্তের সমালোচনায় ট্রাম্প

ছবি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প

রবিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এ সপ্তাহে যে অভিশংসন তদন্ত শুনানী হবে, নতুন করে তার তীব্র সমালোচনা করেন। তিনি বলেন তা লজ্জাজনক এবং তিনি অভিযোগ করেন যে রিপাবলিকানরা যাদের প্রশ্ন করতে চান, ডেমোক্রাটরা তাদেরকে তা করতে দিচ্ছেন না।

প্রেসিডেন্ট বলেন প্রতিনিধি পরিষদের গোয়েন্দা কমিটির চেয়ারম্যান, দুর্নীতিগ্রস্ত রাজনীতিক অ্যাডাম শিফ এবং প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি চান যে হোয়াইট হাউসের কর্মকর্তারা লজ্জাজনক উইচ হান্টে সাক্ষ্য দেবেন।

ট্রাম্প টুইটারে বলেন শিফ হোয়াইট হাউসের আইনজীবীকে সেখানে থাকতে দেবেন না, অথবা যাদেরকে রিপাবলিকানরা প্রশ্ন করতে চান তাদেরকেও থাকতে দেবেন না।

আজকের বাজার/লুৎফর রহমান