পুঁজিবাজারে সদ্য তালিকাভুক্ত ওয়াইম্যাক্স ইলেকট্রোডস লিমিটেড অভিষেকেই বাজিমাত করে দিয়েছে। লেনদেনের প্রথম দিনেই (৬ নভেম্বর) কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০৪.২০ টাকা বা ১০৪২ শতাংশ। কোম্পানিটির শেয়ার দরে এতো বড় উল্লম্ফন আইপিও শিকারিদের বিশেষভাবে উল্লসিত করে তুলেছে। অন্যদিকে, কোম্পানিটি দর বৃদ্ধির ক্ষেত্রে শেয়ারবাজারে শীর্ষস্থান দখল করে নিয়েছে। একইসঙ্গে আর্থিক লেনদেনেরও শীর্ষেও উঠে এসেছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির সোমবার শুরুর দর ছিল ১০ টাকা। অর্থাৎ অভিহিত মূল্যে কোম্পানিটির শেয়ার পেয়েছে আইপিও বিনিয়োগকারীরা। এদিন কোম্পানিটির লেনদেনের সূচনা হয় ৭৯ টাকা দিয়ে। যা সর্বশেষ ১১৪.৭০ টাকায় লেনদেন হয়। আর প্রথম দিনের এর দর নির্ধারিত হয় ১১৪.২০ টাকায়। এতে প্রথম দিনেই কোম্পানিটির শেয়ার দর বাড়ে ১০৪.২০ টাকা বা ১০৪২ শতাংশ।
এদিন ওয়াইম্যাক্সের শেয়ারটি সর্বনিম্ন ৭৯ টাকা থেকে সর্বোচ্চ ১২০ টাকায় লেনদেন হয়। এদরে ১৭ হাজার ৪০৩ বার হাতবদলে কোম্পানিটির ৬১ লাখ ২০ হাজার শেয়ার ৬৮ কোটি ৭৫ লাখ টাকায় লেনদেন হয়েছে। যা সোমবারের লেনদেনের সর্বোচ্চ।
উল্লেখ্য, কোম্পানিটি আইপিওতে ১০ টাকা অভিহিত মূল্যে শেয়ার বিক্রি করেছে। বাজারে দেড় কোটি শেয়ার বিক্রি করে ১৫ কোটি টাকা উত্তোলন করেছে। যা দিয়ে মূলধনী যন্ত্রপাতি, প্রয়োজনীয় সরঞ্জামাদি, কাঁচামাল ক্রয় ও আইপিও খরচ মেটানো হবে।
আজকের বাজার:এলকে/এলকে ৭ নভেম্বর ২০১৭