সোশ্যাল সাইটে আবরো সমালোচনার মুখে পড়লেন অভিষেক বচ্চন। এবার তাঁকে ‘বেকার’ বলে আক্রমণ করেন রোনক কিরিট উপাধ্যায় নামে এক ব্যক্তি। তবে ওই ব্যক্তির আক্রমণের মুখে পড়ে তার যোগ্য জবাবও দেন অভিষেক।
বিষয়টি খুলেই বলা যাক তাহলে। গত সোমবার নিজের ট্যুইটার হ্যান্ডেলে একটি স্টেটাস শেয়ার করেন অভিষেক। জুনিয়র বচ্চনের ওই স্টেটাস দেখে তাঁকে আক্রমণ করতে ময়দানে নেমে পড়েন এক ব্যক্তি। এরপর তিনিই অভিষেককে ‘বেকার’ বলে মন্তব্য করেন। ওই ব্যক্তির আক্রমণের মুখে পড়ে তাঁকে পালটা জবাবও দেন অভিষেক। তিনি স্পষ্ট জানিয়ে দেন, তিনি যা করতে চান, সেটাই করেন। বলিউড অভিনেতার ওই জবাব পেয়ে অবশ্য পালটা আর কোনও মন্তব্য করেননি রোনক কিরিট উপাধ্যায় নামে ওই ব্যক্তি।
তবে এবারই যে সোশ্যাল সাইটে প্রথম আক্রমণের মুখে পড়লেন অভিষেক এমন নয়, এর আগেও বেশ কয়েকবার নেটিজেনদের আক্রমণের শিকার হয়েছেন অভিষেক। এর আগে কখনও তাঁকে স্ত্রীর রোজগারে চলেন বলে মন্তব্য করা হয়। আবার কখনও আপনি কী করেন বলে প্রশ্ন তোলেন নেটিজেনরা।
সোশ্যাল সাইটে বাজে মন্তব্যের মুখে পড়ে কখনও তার যোগ্য জবাব দিয়েছেন অভিষেক আবার কখনও সন্তর্পণে এড়িয়ে গিয়েছেন। রোজগার না করে কীভাবে ইতালিতে বেড়াতে যান, এমন প্রশ্নের মুখেও পড়তে হয়েছে বলিউড অভিনেতাকে। ফলে অভিষেকের হয়ে একাধিকবার মাঠে নামতে দেখা গিয়েছে ঐশ্বর্যকেও।
আজকের বাজার/লুৎফর রহমান