ইন্টার মিলানের হয়ে অভিষেক ম্যাচেই গোলের দেখা পেয়েছেন বেলজিয়ান ফরোয়ার্ড রোমেলু লুকাকু। নতুন কোচ এন্টনিও কন্টের অধীনে সোমবার তারা ৪-০ গোলে হারিয়েছে লীগের নবাগত দল লেচ্চেকে।
সান সিরোতে অনুষ্ঠিত ম্যাচে ঘন্টা পেরিয়ে যাবার মুহূর্তে ইন্টারের হয়ে গোল করেন ম্যানচেস্টার ইউনাইটেড থেকে এই গ্রীষ্মে ৬৫ মিলিয়ন ইউরোতে যোগ দেয়া লুকাকু।
লেচ্চের গোল রক্ষক গ্যাব্রিয়েল সতীর্থ লাওটারো মার্টিনেজের দিকে বল পাঠানোর চেস্টা করতে গিয়ে ভুল করে বসেন। সুযোগটি কাজে লাগিয়ে গোল করেন লুকাকু। এতেই গ্যালারিতে উপস্থিত ইন্টারের আনুমানিক ৬৫ হাজার দর্শক মেতে উঠে ২৬ বছর বয়সি এই বেলজিয়ানের বন্দনায়।
এর আগে ম্যাচের ২১ মিনিটে জোরালো এক শটে লক্ষ্য ভেদ করেন ইন্টারের ক্রোয়েশীয় তারকা মার্সেলো ব্রজোভিচ। ইন্টারে ছয় মৌসুম ধরে খেলে যাওয়া ক্রোয়েট তারকার এটি ছিল ১৫তম গোল। তিন মিনিট পর গোল করেন সাসাওলো থেকে ধারে ইন্টারে নতুন যোগ দেয়া স্টেফানো সেনসি।
শেষ ১৫ মিনিট অবশ্য ১০ জন খেলোয়াড় নিয়ে খেলেছে লেচ্চে। ব্রাজিলীয় তারকা দিয়েগো ফ্যারিয়াস সাবেক ক্লাব কাগলিয়ারি সতীর্থ নিকোলো ব্যারেলাকে বিপজ্জনকভাবে বাঁধা দেয়ায় লাল কার্ড নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন।
আজকের বাজার/লুৎফর রহমান