বাংলাদেশের অভ্যন্তরীণ রুটে উড়োজাহাজের ভাড়া নির্ধারণ এবং বিভিন্ন চার্জ নির্ধারণে নীতিমালা প্রণয়নে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট।
আজ সোমবার এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ রুল জারি করেন। আদালতে রিট আবেদনটি করেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।
এ প্রসঙ্গে ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল জানান, দেশের একেক উড়োজাহাজ কোম্পানি একেক ধরণের ভাড়া নিচ্ছে। টিকেট বাতিল সংক্রান্ত চার্জসহ বিভিন্ন চার্জেও অসঙ্গতি দেখা যায়। তাই অভ্যন্তরীণ রুটে সব উড়োজাহাজের ভাড়াসহ সব চার্জ নির্ধারণে নীতিমালা প্রণয়নে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
৪ সপ্তাহের মধ্যে সব উড়োজাহাজ কোম্পানিসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
এস/