জাতিসংঘ সোমবার জানিয়েছে, মিয়ানমারে ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর এর বিপক্ষে বিক্ষোভ চলাকালে এ পর্যন্ত কমপক্ষে ১৩৮ জন বিক্ষোভকারী নিহত হয়েছে। আন্তর্জাতিক এ সংস্থা নারী ও শিশুসহ ‘শান্তিপূর্ণ’ বিক্ষোভকারীদের ওপর সহিংস দমনপীড়ন চালানোর কঠোর নিন্দা জানিয়েছে। খবর এএফপি’র।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফান ডুজারিক বলেন, ‘এই ১৩৮ জনের মধ্যে গতকাল নিহত ৩৮ জন অন্তর্ভূক্ত রয়েছে। এদের অধিকাংশ ইয়াঙ্গুনের হলাইং থায়ার এলাকায় নিহত হয়। এছাড়া গত শনিবার দেশটিতে সহিংসতায় ১৮ জন প্রাণ হারিয়েছে।’
অভ্যুত্থানের পর মিয়ানমারে কমপক্ষে ১৩৮ জন ‘শান্তিপূর্ণ বিক্ষোভকারী’ নিহত হয় : জাতিসংঘ
![](https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2021/03/At-least-138-peaceful-protesters-killed-in-Myanmar-since-coup.jpg)