যশোরের অভয়নগরে প্রথম শ্রেণির শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। ভাটপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা মঙ্গলবার বিকালে আল-আমিন সরদারকে(৩৮)আটকের পর রাতে অভয়নগর থানায় নিয়ে আসেন। এর আগে শনিবার উপজেলার সিংগাড়ী গ্রামের একটি পানের বরজে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে।
শিশুটির মামা জানান, শনিবার বিকালে তার ভাগনিকে প্রতিবেশী আহম্মদ সরদারের ছেলে আল-আমিন মিষ্টির লোভ দেখিয়ে বাড়ির পাশের পানের বরজে নিয়ে ধষর্ণের চেষ্টা চালায়। এ সময় সে চিৎকার করলে আল-আমিন পালিয়ে যায়। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো.তাজুল ইসলাম বলেন,‘আল-আমিনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’ সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান