অমর একুশে বইমেলার ২৫তম দিনে এ পর্যন্ত মোট বই এসেছে ২ হাজার ৫৭৬ টি। আজ নতুন বই এসেছে ৪৭টি।
এদিকে মেলা শুরু হয় বেলা ১২ টায় এবং চলে বিকেল পাঁচটা পর্যন্ত।
বিষয়ভিত্তিক বইগুলো হলো : গল্প-৪, উপন্যাস-৭, প্রবন্ধ-২, কবিতা-১৬, গবেষণা-১, ছড়া-২, জীবনী-২, বিজ্ঞান-১, ভ্রমণ-২, ইতিহাস-১, ধর্মীয়-৩, অনুবাদ-৩ এবং অন্যান্য ৩টি বই। বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আগামীকাল সোমবার অমর একুশে বইমেলার শেষ দিন। পরিবর্তিত সময়েই মেলা শুরু হবে বেলা ১২ টায় এবং চলবে বিকেল ৫ টা পর্যন্ত।