অমর একুশে স্মরণে নগর উদ্যানের জামতলায় সামাজিক সংগঠন তিননদী পরিষদের ২১ দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়েছে। তিন নদী পরিষদ ৪০বর্ষের পদার্পণে আয়োজিত অনুষ্ঠানের মধ্যে রয়েছে- প্রতিদিন বিকেলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
ফেব্রুয়ারির প্রথম দিনে গতকাল বিকেলে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আমির আলী চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- পুলিশ সুপার মো. আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন- নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- তিন নদী পরিষদের সভাপতি ও অভিবাদন সম্পাদক আবুল হাসানাত বাবুল। স্বাগত বক্তব্য রাখেন- তিন নদী পরিষদের সাধারণ সম্পাদক সিটি কর্পোরেশনের কাউন্সিলর জমীর উদ্দিন খান জম্পি। অনুষ্ঠান পরিচালনা করেন সুমাইয়া হাসানাত সময়।
অনুষ্ঠানে নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা সালমা আক্তারের তত্বাবধানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান