বর্তমানে ‘সুই ধাগা’ ছবির প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। প্রচারণার অংশ হিসেবেই সহ-অভিনেতা বরুন ধাওয়ানকে সঙ্গে নিয়ে আনুশকা উপস্থিত হয়েছিলেন জনপ্রিয় রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চে। সেখানেই কথা প্রসঙ্গে উঠে আসে স্বামী বিরাট কোহলির কথা।
একপর্যায়ে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ উপস্থাপক বলিউডের শাহেনশাহ খ্যাত অমিতাভ বচ্চনের কথায় লজ্জায় লাল হয়ে যান আনুশকা। কোহলি ইস্যুতে আনুশকার লজ্জায় রাঙা হওয়ার ওই ভিডিও ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে।
নেটদুনিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, হট সিটে বসে থাকা প্রতিযোগী পদ্মশ্রী সুধা ভার্গিজকে অমিতাভ বচ্চন প্রশ্ন করেন, ‘আপনি কি ক্রিকেট দেখেন?’ অমিতাভের প্রশ্ন শুনে মুখ শুকিয়ে যায় ওই প্রতিযোগীর। তখন তার পাশে বসে থাকা আনুশকাকে দেখিয়ে অমিতাভ বলেন, ‘ও ক্রিকেট খেলা দেখে। আপনাকে বুঝিয়ে দেবে।’
এ সময় আনুশকা ওই প্রতিযোগীকে বলেন, ‘আমার স্বামী ক্রিকেট খেলে। আমি ক্রিকেট দেখি।’
আনুশকার কথা শেষ হতে না হতেই ‘বিগ বি’ বলে ওঠেন, ‘কেবল কোহলিকে দেখার জন্যই তো খেলা দেখো!’ অমিতাভের কথা শুনে হাসতে শুরু করে দেন কোহলি-পত্নী। তার সঙ্গে হেসে ওঠেন দর্শকরাও।
পাল্টা জবাবে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা বলেন, ‘আমি পুরো দলকে সমর্থন করার জন্যই খেলা দেখি।’ এ কথা শুনেই অমিতাভ অভিনয় করে দেখান, মাঠে কোহলির উদ্দেশে কীভাবে চুম্বন ছুড়ে দেন আনুশকা। যা দেখে লজ্জায় লাল হয়ে যান কোহলি-পত্নী!
বিয়ের পর মাঠে বসে ম্যাচ জয়ের পর কিংবা দুর্দান্ত ক্যাচ অথবা সেঞ্চুরির পর স্বামী কোহলির প্রতি উড়ন্ত চুম্বন ছুড়ে দেন আনুশকা। এমন দৃশ্য এখন নিয়মিতই দেখা যায়! কিন্তু বলিউডের শাহেনশাহ খ্যাত ‘বিগ বি’ সবার সামনে ওই দৃশ্য অভিনয় করে দেখাবেন তা হয়তো কল্পনাও করেননি আনুশকা। তাই তো লজ্জায় লাল হয়ে যান তিনি।
দীর্ঘ চার বছরের প্রণয়ের পর গত বছরের ডিসেম্বরে গোপনে বিয়ের পিঁড়িতে বসেন কোহলি-আনুশকা। বিয়ের পর থেকে ঘরে-বাইরে সব জায়গাতেই ভক্ত-সমর্থকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে কোহলি-আনুশকা। ভারতীয় ক্রিকেট দল এই মুহূর্তে এশিয়া কাপ খেলতে দুবাই অবস্থান করলেও বিশ্রামে রয়েছেন কোহলি।
আজকের বাজার/এএল