অভিনেতা ফজলুর রহমান বাবুর জন্য ফের গানের সুর করলেন সময়ের আলোচিত সুরকার ও সঙ্গীত পরিচালক অমিত চ্যাটাজি। ‘ইন্দুবালা ৩’ নামের এই অ্যালবামে তিনটি গান থাকছে। আর তিনটিরই সুর ও সঙ্গীত করেছেন অমিত। এর আগে বাবুর গাওয়া ‘ইন্দুবালা’ ও ‘ইন্দুবালা ২’ অ্যালবাম দুটি দারুণ সাফল্য পেয়েছে।
এবারের অ্যালবামের গান লিখেছেন দেলোয়ার আরজুদা শরফ। ফজলুর রহমান বাবু বলেন, “ইন্দুবালা ৩ অ্যালবামের গানের কথা, সুর ও সঙ্গীত সবমিলিয়ে অসাধারণ। আমি আশা করি ‘ইন্দুবালা ’ ও ‘ইন্দুবালা ২’-এর মতো ‘ইন্দুবালা ৩’ অ্যালবামের সবকটি গানও শ্রোতাদের ভালো লাগবে। অ্যালবামের সুরকার ও সঙ্গীত পরিচালক অমিত বলেন, “এর আগেও আমি ফজলুর রহমান বাবুর ভাইয়ের জন্য গান করেছি।
কয়েক বছর আগে ‘পরান বন্ধুরে’ শিরোনামের একটি মিক্সড অ্যালবামে আমার সুরে গেয়েছিলেন তিনি। এরপর কিছুদিন আগে ‘পাপ কয়েদি’ শিরোনামের একটি ছবিতেও তাকে দিয়ে আমার সুরে একটি গান গাওয়ানো হলো। আসলে বাবু ভাইয়ের সঙ্গে কাজের অন্যরকম মজা আছে। তিনি থিয়েটার করা মানুষ। একেবারে মাটির মানুষ। কোনো ভাব নেই তার মাঝে। এবারের অ্যালবামে তার জন্য গান করেও আমি আরাম পেয়েছি।খুব যত্ন নিয়ে গানের সুর ও সঙ্গীতায়োজন করেছি। চেষ্টা করেছি ভালো কিছু করার। আমি আশাবাদী ইন্দুবালা-৩ অ্যালবামটি শ্রোতাপ্রিয়তা পাবে।’ আসছে ঈদুল ফিতর উপলক্ষে প্রযোজনা প্রতিষ্ঠান রনস্ মিউজিকের ব্যানারে অ্যালবামটি এবং এর মিউজিক ভিডিও প্রকাশিত হবে।