অবিলম্বে সিএএ প্রত্যাহার করা হোক। না হলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কলকাতা বিমানবন্দরের বাইরে বেড়তে দেওয়া হবে না। রবিবার রানি রাসমনি রোডের এক জনসভায় এমন হুঁশিয়ারি শোনা গেল রাজ্য গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরির গলায়।
এদিন কলকাতায় তাঁর দল জমিয়তে উলেমা হিন্দের এক জনসভা থেকে সিদ্দিকুল্লা বলেন, “আমরা অমিত শাহকে প্রয়োজনে শহরের বিমানবন্দরের বাইরে বেড়তে দেব না। অমিত শাহকে থামাতে একলক্ষ মানুষকে জড়ো করবো।
তিনি আরো বলেন আমাদের লড়াই গনতান্ত্রিক ও শান্তিপূর্ণ। হিংসায় বিশ্বাস করি না। কিন্তু আমরা সিএএ ও এনআরসি-র প্রতিবাদ করবো। গ্রন্থাগারমন্ত্রী দাবি করেছেন, কলকাতা-সহ দেশব্যাপী চলা আন্দোলন দেখুন। বিজেপি-কে মানুষ প্রত্যাখান করেছে। তাঁর টিপ্পনি, ছাপান্ন ইঞ্চি ছাতির প্রধানমন্ত্রী গোটা দেশের মানুষকে পথে নামিয়েছেন। ঘৃণা ও বিভেদের রাজনীতি দিয়ে দেশকে ভাগ করতে চাইছেন তিনি।
আজকের বাজার/লুৎফর রহমান