ভিকারুননিসা স্কুলের ছাত্রী অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনার তদন্তে অধ্যক্ষসহ অভিযুক্ত তিন শিক্ষক দোষী সাব্যস্ত হয়েছে। এতে ওই তিন শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত ও এমপিও বাতিল করা হয়েছে।
অভিযুক্ত ওই তিন শিক্ষক হলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস, প্রভাতী শাখার প্রধান জিন্নাত আরা এবং নবম শ্রেণির শিক্ষিকা হাসনা হেনা।
বুধবার, ৫ ডিসেম্বর দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এসময় ওই শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরেরও নির্দেশ দেন শিক্ষামন্ত্রী।
এদিকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল ক্লাস ও পরীক্ষা স্থগিতের নির্দেশ দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
শিক্ষকদের তিরস্কারের শিকার হয়ে অরিত্রীর আত্মহত্যার ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ। টানা দুই দিন ধরে বেইলি রোডস্থ স্কুলের মূল গেটের সামনে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ করেন তারা।
এদিকে মঙ্গলবার রাতে আত্মহত্যায় প্ররোচনা অভিযোগ এনে ভিকারুননিসা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষসহ ওই তিন শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন অরিত্রীর বাবা দিলীপ অধিকারী।
উল্লেখ্য, পরীক্ষা চলাকালে মোবাইল ফোন ব্যবহারের কারণে শিক্ষকদের তিরস্কারের শিকার হয়ে গত সোমবার ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী অরিত্রী অধিকারী রাজধানীর শান্তিনগরে নিজ বাসায় আত্মহত্যা করেছে বলে জানা যায়।
এদিকে এ ঘটনায় ব্যাপক সমালোচনা মুখে পড়ে ভিকারুননিসার বেইলি রোড ক্যাম্পাসের প্রভাতী শাখার প্রধান জিন্নাত আরার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
এছাড়া আত্মহত্যার ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে নিজ দায়িত্ব পালন থেকে বিরত থাকতে বলা হয়েছে। একই সাথে ওই শিক্ষককে ঘটনার ব্যাখ্যা দিতেও বলা হয়েছে।
মঙ্গলবার বিক্ষোভের মাঝে হাইকোর্টের এক পর্যবেক্ষণে বলা হয়, ভিকারুননিসা নূন স্কুলের ছাত্রীর আত্মহত্যার ঘটনা খুবই হৃদয় বিদারক। শিক্ষার্থীর সামনে বাবা-মাকে অপমানের ঘটনাকে বাজে রকমের দৃষ্টান্ত বলেও মন্তব্য করে আদালত।
আত্মহত্যার ঘটনাটি তদন্ত করতে দুটি পৃথক কমিটি গঠন করা হয়।
সরকার ঢাকা আঞ্চলিক শিক্ষা অফিসের পরিচালক অধ্যাপক মোহাম্মাদ ইউসুফকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেছে।
কমিটির বাকি দুই সদস্য হলেন- ঢাকা আঞ্চলিক শিক্ষা অফিসের উপ-পরিচালক শাখাওয়াত হোসেন এবং জেলা শিক্ষা অফিসার বেনজীর আহমেদ। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এছাড়া, স্কুল কর্তৃপক্ষও তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে যাকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন আতাউর রহমান, খুরশিদ জাহান ও ফেরদৌসি জাহান। তারা সবাই ভিকারুননিসার পরিচালনা কমিটির সদস্য।
এর আগে মঙ্গলবার সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ভিকারুননিসার বেইলি রোড ক্যাম্পাস পরিদর্শনে গিয়ে বলেন, আত্মহত্যার ঘটনাটি সরকার গুরুত্ব দিয়ে দেখছে।
আজকের বাজার/এমএইচ