ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনায় চলমান আন্দোলনের মধ্যে তার পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন গভর্নিং বডির চেয়ারম্যান গোলাম আশরাফ তালুকদার। একইসঙ্গে প্রতিষ্ঠানের স্বার্থে পদত্যাগেও ‘রাজি’ বলে জানান তিনি।
বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর দুপুর ২টার দিকে বেইলে রোডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সিদ্ধেশ্বরী শাখায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
বেইলি রোড শাখার চেয়ারম্যান সাংবাদিকদের ব্রিফিংকালে গোলাম আশরাফ তালুকদার জানান, শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষাবোর্ডের নির্দেশনা ইতিমধ্যেই মানা হয়েছে এবং গভর্নিং বডি শিক্ষার্থী ও অভিভাবকদের অন্য দাবি পূরণে কাজ করছে।
গভর্নিং বডির সদস্যদের অপসারণে শিক্ষার্থীদে দাবির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যদি প্রয়োজন হয় আমি পদত্যাগ করবো।’
এদিকে শিক্ষার্থীরা তাদের ছয় দফা দাবি বাস্তবায়নে বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো আন্দোলন অব্যাহত রাখে।
আজকের বাজার/এমএইচ