চট্টগ্রামর মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের ভূমি উন্নয়নের কাজ সরাসরি ক্রয় পদ্ধতিতে সম্পন্ন করার প্রস্তাবসহ ৩ হাজার ৩১৭ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে ১৩ ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এর মধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ খাতের ৭টি ক্রয় প্রস্তাব রয়েছে।
২৮ ফেব্রুয়ারি সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান অনুমোদিত প্রকল্পগুলোর বিভিন্ন দিক তুলে ধরে বলেন, চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের ভূমি উন্নয়নের প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ নৌবাহিনী। এতে ব্যয় হবে ২১৮ কোটি ৪ লাখ টাকা। নৌবাহিনী ১০ মাসে ভূমি উন্নয়নের কাজ সম্পন্ন করবে। নির্মাণাধীন মাতারবাড়ী আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল-ফায়ার্ড পাওয়ার প্রজেক্টের সড়ক ও জনপথ অধিদফতরের আওতাধীন বিভিন্ন কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। প্রকল্পে ব্যয় হবে ৩২০ কোটি ২ লাখ টাকা। বৈঠকে জাইকা সহায়তাপুষ্ট উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় গভর্ন্যান্স ইমপ্রুভমেন্ট সুপারভিশন অ্যান্ড মনিটরিং (জিআইএসএম) শীর্ষক পরামর্শক সেবা ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। এতে ব্যয় হবে ৪৮ কোটি ৮৪ লাখ টাকা। অতিরিক্ত সচিব বলেন, বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় খাদ্য অধিদফতর কর্তৃক বাস্তবায়নাধীন আধুনিক খাদ্য সংরক্ষণাগার নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় মাদবপুরে ৪৮ হাজার টন, ময়মনসিংহে ৪৮ হাজার টন এবং আশুগঞ্জে এক লাখ ৫ হাজার টন খাদ্য ধারণ ক্ষমতাসম্পন্ন সাইলো এবং অন্যান্য নির্মাণের ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। এ জন্য ব্যয় হবে ৯৬০ কোটি ৩ লাখ টাকা। বৈঠকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) কর্তৃক বাস্তবায়নাধীন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন-এর বহিঃসীমানা দিয়ে লুপ রোড নির্মাণসহ ঢাকা ট্রাংক রোড হয়ে বায়েজিদ বোস্তামী পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পের প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে ১১০ কোটি ৭৩ লাখ টাকা।