তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান অর্থনৈতিক জোট ‘ব্রিকস’-এ তুরস্ককে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন।
ব্রাজিল, চীন, রাশিয়া, ভারত ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত ব্রিকসের সম্মেলনের অবকাশে একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এরদোগান এ আহ্বান জানিয়েছেন। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে সম্প্রতি এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকারে এরদোগান বলেন, জি২০ জোটের থাকা দেশগুলোর মধ্যে তুরস্ক অন্যতম। এছাড়াও ব্রিকসের ৫ সদস্য দেশও জি২০ এর সদস্য। এজন্য এসব দেশের উচিত তুরস্ককে ব্রিকসের সদস্য করা।
উল্লেখ্য, ২০০৬ সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ব্রিকস গঠিত হয়। ব্রাজিল, রাশিয়া, ভারত এবং চীন এ সংস্থার প্রাথমিক সদস্য ছিল এবং ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা এতে যোগ দেয়।
আজকের বাজার/একেএ