করোনা প্রাদুর্ভাবের কারণে সারা বিশ্বের অর্থনৈতি যখন টালমাটাল অবস্থা, সেখানে বাংলাদেশের অর্থনৈতি তুলনামূলকভাবে ভালো অবস্থানে রয়েছে বলে জানিয়েছে লন্ডন ভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইকোনমিস্ট। প্রতিষ্ঠানটির এক জরিপে সুরক্ষিত অর্থনীতির দিক থেকে বাংলাদেশের অবস্থান নবম স্থানে রয়েছে।
মোট দেশজ উৎপাদনের (জিডিপি) বিপরীতে সরকারি দেনার পরিমাণ, মোট বৈদেশিক ঋণ এবং ঋণের সুদ ও অন্যান্য খরচকে আমলে নিয়ে এই জরিপ করা হয়েছে। কোভিড-১৯ এর কারণে বিশ্ব অর্থনীতি যখন হুমকির মুখে তখন ৬৬টি দেশের অর্থনীতি নিয়ে গবেষণা চালিয়ে বাংলাদেশ সম্পর্কে এমন তথ্য দিল গণমাধ্যমটি।
সম্প্রতি প্রকাশিত এই জরিপে ভারতের অবস্থান ১৮তম, পাকিস্তানের ৪৩তম এবং শ্রীলঙ্কার অবস্থান ৬১তম। জরিপে দেখা যায়, চীন ও সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতির চেয়েও কম ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ।
মোট দেশজ উৎপাদনের (জিডিপি) বিপরীতে সরকারি দেনার পরিমাণ, মোট বৈদেশিক ঋণ এবং ঋণের সুদ ও অন্যান্য খরচকে আমলে নেয়া হয়েছে এই জরিপে। সেই সঙ্গে একটি দেশের বৈদেশিক মুদ্রা ও সম্পদের রিজার্ভ কতটুকু সুরক্ষা দিতে পারে এই বিষয়টিও বিবেচনা করা হয়েছে।