অর্থপাচারে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার মতো বিশ্বাসযোগ্য তথ্য দুর্নীতি দমন কমিশনের কাছে রয়েছে বলে দাবি করে সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, দেশকে ‘উন্নয়নশীল দেশ’ হিসেবে গড়ে তুলতে হলে যেকোনো উপায়ে অর্থপাচার রোধ করতে হবে।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে মানববন্ধনে এসব কথা বলেন দুদক প্রধান।
সম্প্রতি বিশ্বজুড়ে তোলপাড় ফেলা পানামা এবং প্যারাডাইজ পেপারস কেলেঙ্কারিতেও নাম এসেছে বেশ কয়েকজন বাংলাদেশির। এদের মধ্যে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টু, তার ছেলে তাবিথ আউয়ালেরও নামও আছে। কিন্তু এই দুই কেলেঙ্কারিতে নাম আসা কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি এখনও।
দুদক চেয়ারম্যান বলেন, ‘যারা দেশের টাকা বিদেশে পাচার করছেন, তাদের বিরুদ্ধে আমাদের শক্তিশালী অবস্থান থাকবে। যেকোনো উপায়ে থেকে অর্থপাচার রোধ করতে হবে আমাদের। চলতি বছর থেকেই অর্থ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
‘তাদেরকে আমরা যে কোনোভাবে আইনের আওতায় এনে প্রতিরোধ করব।’
ইকবাল মাহমুদ, সকলের সমর্থন ছাড়া দুর্নীতি প্রতিরোধ সম্ভব না। তাই আমাদের সবাইকে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ করতে হবে।’
এমআর/