অর্থপাচারের অভিযোগে নাজিব রাজাককে জিজ্ঞাসাবাদ

অর্থপাচারের অভিযোগে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে জিজ্ঞাসাবাদ করছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা।

মঙ্গলবার (২২ মে) মালয়েশিয়ার দুর্নীতিবিরোধী কমিশন কার্যালয়ে হাজির হন নাজিব।

সপ্তাহ দুয়েক আগে নাজিবের জোটের নির্বাচনে পরাজয়ের পর ক্ষমতায় আসা নতুন সরকার অর্থপাচার মামলার তদন্ত পুনরায় শুরু করে।

গত ১৮ মে অভিযোগ তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য নাজিবকে তলব করে দুর্নীতিবিরোধী কমিশন।

এদিকে নাজিব ও তার স্ত্রীকে দেশত্যাগ করতে নিষেধ করা হয়েছে। পুলিশ তার সম্পদ জব্দ করেছে।

এর আগে মার্কিন তদন্তকারীরা জানিয়েছিল, নাজিবের সহযোগীরা একটি রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিলের কাছ থেকে ৪৫০ কোটি মার্কিন ডলার পাচার করে, যার কিছু নাজিবের ব্যাংক অ্যাকাউন্টে পাচার হয়।

তবে আনীত সব অভিযোগ অস্বীকার করে নাজিব দাবি করেছেন, তিনি কোনো অন্যায় কাজ করেননি।

আরজেড/