বিদেশে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজধানীর রমনা ও গুলশান থানায় করা মামলায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ ও তার দুই সহোদরকে এক দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ। ২ নভেম্বর বৃহস্পতিবার মহানগর হাকিমের আদালত এ নির্দেশ দেন।
এর আগে গত ২৪ অক্টোবর মঙ্গলবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন চান আপন জুয়েলার্সের এই তিন মালিক। সে সময় আদালত তাদের জামিন আবেদন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানো হয়।
উল্লেখ, গত ১২ আগস্ট রাজধানীর গুলশান, ধানমণ্ডি, রমনা ও উত্তরা পূর্ব থানায় ৫টি মামলা করেন শুল্ক্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। চোরাচালানের মাধ্যমে প্রায় ১৫ দশমিক ৩ মণ স্বর্ণ ও সাত হাজার ৩৬৯টি হীরার অলঙ্কার ও এসব মূল্যবান সামগ্রী কর নথিতে গোপন রাখায় আপন জুয়েলার্সের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলাগুলো করা হয়।
আজকের বাজার:এলকে/এলকে ২ নভেম্বর ২০১৭