অর্থবছরের প্রথম মাসে রিজার্ভ কমেছে

চলতি ২০১৭-১৮ অর্থবছরের প্রথম মাসেই বাংলাদেশ ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী গত জুলাই মাসে রিজার্ভ কমে হয়েছে ৩২ বিলিয়ন ৯১ মিলিয়ন ডলার বা ৩ হাজার ২৯১ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, এখন যে রিজার্ভ আছে তা দিয়ে দেশের ১০ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব।

বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, গতজুন মাসে এই রিজার্ভের পরিমাণ ছিল রেকর্ড সর্বোচ্চ ৩ হাজার ৩৪৫ কোটি ডলার।

তবে এক মাসের ব্যবধানে রিজার্ভ কমলেও গত এক বছরের ব্যবধানে রিজার্ভের পরিমান প্রায় সাড়ে ৯ শতাংশ বেড়েছে।

মঙ্গলবার ০১ আগস্ট বাংলাদেশ ব্যাংকের ওই কর্মকর্তা জানান, গত কয়েক বছর ধরে তৈরি পোশাক রপ্তানিতে উন্নতি হওয়ায় ধারাবাহিকভাবে রিজার্ভ বেড়েছে।

রেমিট্যান্সের প্রবাহ কমে যাওয়াকে রিজার্ভ কমার আরও একটি কারণ হিসেবে উল্লেখ করেন ওই কর্মকর্তা।

প্রসঙ্গত,, চলতি ২০১৭-১৮ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১১১ কোটি ৫৫ লাখ ডলারের অর্থ পাঠিয়েছেন প্রবাসীরা। গত জুনে এসেছিল ১২১ কোটি ৪৬ লাখ ডলার। একমাসের ব্যবধানে প্রবাসী আয় কমেছে প্রায় ১০ কোটি ডলার।

আজকের বাজার: আরআর/ ০২ আগস্ট ২০১৭