‘অর্থ পাচারকারীদের ধরেন’

২০১৮-১৯ অর্থ বছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনায় সরকারি দলের সাংসদ আলী আশরাফ বলেন, ‘ব্যাংকিং খাতকে সুষ্ঠু শৃঙ্খলার মধ্যে আনা প্রয়োজন। না হলে আর্থিক খাত ভেঙে পড়বে। এ বিষয়ে অর্থমন্ত্রীকে পদক্ষেপ নিতে হবে। খেলাপি একটু ধরেন। অর্থ পাচারকারীদের ধরেন।’

রোববার(১০ জুন) সংসদে বাজেটের ওপর আলোচনায় তিনি এ মন্তব্য করেন। এছাড়া অর্থমন্ত্রীর সমালোচনায় মুখর হন সংসদ সদস্যরা।

তিনি আরও বলেন, “ব্যাংকের লুটপাট থেকে বেরিয়ে শৃঙ্খলা ফিরিয়ে আনতে না পারলে বিনিয়োগকারীরা আকৃষ্ট হবে না।

“লুটপাটকারীদের ধরেন, মানুষের কনফিডেন্স ফিরে আসবে। সুশাসন নিশ্চিত হবে। দৃঢ় হাতে এগুলো করতে হবে। আপনাদেরতো সদিচ্ছার অভাব নেই।”

স্বতন্ত্র সদস্য রুস্তম আলী ফরাজী বলেন,  ‘ব্যাংকে আমানত রাখতে মানুষ এখন ভয় পায়। ব্যাংকে টাকা রাখে মানুষ নিরাপত্তার জন্য। মানুষ ভীত হয়ে গেছে। টাকা পাচার হয়ে যায়।’

‘ঋণের নামে টাকা পাচার করে। লক্ষ লক্ষ হাজার কোটি টাকা বিদেশে গেছে। ঋণ খেলাপি কারা অনেকেই জানেন।’

আরজেড/