অর্ধশতাধিক যাত্রী নিয়ে অল্পের জন্য উল্টে যায়নি বাসটি

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের (বিআইসিসি) সামনের সড়কে সকাল সাড়ে ৯টার দিকে সরকারি কর্মচারী বহনকারী বিআরটিসির একটি ডাবল ডেকার বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে উপর উঠেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি সজোরে আইল্যান্ডের উপর আছড়ে পড়ে। দ্রুত বাসটির যাত্রীরা বেরিয়ে আসেন। অল্পের জন্য বাসটি উল্টে যায়নি।

এ ব্যাপারে ডিএমপির ট্রাফিক পশ্চিমের শেরেবাংলা নগর এলাকার সহকারী কমিশনার বদরুজ্জামান জিল্লু জানান, বাসটি বড় ও ডাবল ডেকার হওয়ায় আমাদের রেকার নিয়ে তা সরানো যায়নি। পরে অন্য বাসের সহযোগিতায় ও পুলিশের বড় রেকার ডেকে বাসটি সরানো হয়েছে। এ ঘটনায় কেউ আহত হয়নি।

আজকের বাজার/আর আই এস