অর্ধশত কোটি টাকা আত্নসাৎ: ইউনিপেটুইউ-র ৪ জন গ্রেফতার

বাংলাদেশে মাল্টি লেভেল কোম্পানি ইউনিপেটুইউ-র দুই কর্মকর্তা ও দুই এজেন্টকে গ্রেফতার করেছে সিআইডি।

তাদের বিরুদ্ধে ব্যবসার নামে প্রায় ৪৪ কোটি ৪ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে বলে জানায় সিআইডি।

সিআইডির সহকারী পুলিশ সুপার (এএসপি-মিডিয়া) শারমিন জাহান বলেন,  বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিয়ান চালায় সিআইডি। এসময় ইউনিপেটুইউ-র চারজনকে গ্রেফতার করা হয়েছে।

তবে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের পরিচয় জানায়নি সিআইডি। বৃহস্পতিবার দুপুর ১২টায় সিআইডি সদর দফতরে গ্রেফতারকৃতদের বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন শারমিন জাহান।

এমআর/