অর্বিলে ক্ষেপণাস্ত্র হামলা ॥ ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে ইরাক

ইরাকের পররাষ্ট্রমন্ত্রনালয় উত্তরাঞ্চলীয় অর্বিল নগরীতে চালানো রোববারের ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে প্রতিবাদ জানাতে তাদের মিত্র দেশ ইরানের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে। খবর এএফপি’র।

খবরে বলা হয়, এ ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে ইরাক সরকারের প্রতিবাদ জানাতে তারা ইরানের রাষ্ট্রদূত ইরাজ মাসজিদিকে ডেকে পাঠিয়ে ‘ইরাকের সার্বভৌমত্বের চরম লঙ্ঘনের প্রতিবাদ জানিয়েছে।’

সেখানে ওই ক্ষেপণাস্ত্র হামলায় বিভিন্ন সরঞ্জাদি ও বেসামরিক স্থাপনা এবং ঘরবাড়ির ক্ষতি হয়। তথ্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান