পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড করসপনডেন্স অফিস পরিবর্তন করেছে। কোম্পানিটির নতুন অফিস ফ্ল্যাট নাম্বার ৫বি, হাউস নাম্বার ১, রোড নাম্বার ২৭/২৮, ব্লক-কে, বনানী, ঢাকা।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এর আগে কোম্পানিটির করসপনডেন্স অফিস ছিল অলটেক্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক, অ্যারাইবো, বারপা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
‘জেড’ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৯৬ সালে পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়।
কোম্পানিটি ২০১৫ সালে শেয়ার হোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিলো। এরমধ্যে ৪ শতাংশ নগদ এবং ৬ শতাংশ বোনাস।
তার আগের বছর ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিলো কোম্পানিটি।
বর্তমানে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৪১ দশমিক ৯৮ শতাংশ শেয়ার রয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৪ দশমিক ১০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫৩ দশমিক ৯৩ শতাংশ শেয়ার রয়েছে।
রাসেল/