অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড করবে বিএসইসি

অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি) গঠন করবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। যেসব কোম্পানি তালিকায় নেই সেই কোম্পানিগুলোর সিকিউরিটিজ লেনদেন হবে এই বোর্ডে। ৫ কোটি টাকার কম মূলধনী কোম্পানি এই বোর্ডে এসে শেয়ার লেনদেন করবে। ছোট কোম্পানিগুলো এখান থেকে মূলধন বাড়ানোর সুযোগও পাবে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ডিএসই) এটিবি আইনের খসড়াও প্রকাশ করেছে। প্রস্তাবিত আইন অনুযায়ী- লেনদেনের সুবিধা গ্রহণে ইস্যুয়ারকে মার্চেন্ট ব্যাংকারের মাধ্যমে স্টক এক্সচেঞ্জের কাছে আবেদন করতে হবে। পরে স্টক ব্রোকারের মাধ্যমে এটিবিতে থাকা সিকিউরিটিজের লেনদেন হবে।

এই বোর্ডের মাধ্যমে ছোট কোম্পানিগুলো বড় হওয়ার সুযোগ পাবে বলে মনে করেন ঢাকা স্টক এক্সচেঞ্জর (ডিএসই) সাবেক সভাপতি শাকিল রিজভী।

ডিএসই’র সাবেক সহ সভাপতি আহমেদ রশীদ লালী জানান, যেসব কোম্পানীর পেড আপ নেই বা ছোট, তাদের জন্যই এই বোর্ড করা হয়েছে। এই বোর্ডের মাধ্যমে ৩০ থেকে ৫০ লাখ টাকার কোম্পানীও এটিবি’তে লিস্টিং হয়ে বাণিজ্য করতে পারবে।

এদিকে, বাজারে দাপট বেড়েছে টেক্সটাইল ও প্রকৌশল খাতের। খেলাপি ঋণ নিয়ে বিপাকে রয়েছে ব্যাংকের শেয়ার। গেল সপ্তাহে ৭ মাস পর হাজার কোটি টাকার ওপরে লেনদেন হয়েছে ডিএসইতে।

আরএম/