জাপানের সাবেক সম্রাট আকিহিতো এ সপ্তাহে তার বাসভবনে অল্প সময়ের জন্যে জ্ঞান হারান এবং পড়ে যান। তবে মেডিকেল চেক-আপে‘কোন অস্বাভাবিকতা’ধরা পড়েনি। বৃহস্পতিবার সরকার একথা জানায়। গত বছর তিনি সিংহাসন ছেড়ে দেন। ইম্পেরিয়াল হাউজহোল্ড এজেন্সির এক কর্মকর্তা বলেন, বুধবারের ঘটনার পর চিকিৎসকরা ৮৬ বছর বয়সী এ সম্রাটের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করেন। ওই কর্মকর্তা বলেন, বৃহস্পতিবার আকিহিতোর এমআরআই করা হলেও চিকিৎসকরা তাতে কোন অস্বাভাবিকতা পাননি। তিনি আরো বলেন, চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ চালিয়ে যাবেন।
গত জুলাইয়ে আকিহিতো সাময়িকভাবে মস্তিস্ক-সংক্রান্ত রক্তস্বল্পতায় ভোগেন। এরআগে প্রস্টেট ক্যান্সার ও হৃদপিন্ডের সমস্যার কারণে সাবেক এ সম্রাটের অস্ত্রোপচার করা হয়েছিল।
উল্লেখ্য, ২০১৯ সালে তার পুত্র সম্রাট নারুহিতো সিংহাসনে বসেন। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান