গাড়ি চালানোর লাইসেন্স পেতে ন্যূনতম অষ্টম শ্রেণি পাশ হতে হবে বলে জানিয়েছেন আইন মন্ত্রী আনিসুল হক।
আজ রোববার সিনিয়র সহকারী জজ এবং সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের ১৪১তম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আইনমন্ত্রী।
এসময় তিনি বলেন, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করলে শাস্তির বিধান রেখে আসছে ‘সংশোধিত সড়ক পরিবহন আইন।’ আগামী বাজেট অধিবেশনেই তা পাসের জন্য তোলা হবে।
আনিসুল হক বলেন, ‘আমার মনে হয়, সংসদে এই যে, বাজেট সেশন আসছে, সেখানে অন্তত পক্ষে আইনটা উত্থাপন করার মতো প্রস্তুতি আমাদের আছে।’
আইনমন্ত্রী জানান, ‘আইনটা ভেটিং (আইনি পরীক্ষা-নিরীক্ষা) পর্যায়ে আছে। এ নিয়ে সব স্বার্থ সংশ্লিষ্টদের সঙ্গেই আলোচনা হয়েছে। দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য তিন চারটা জিনিস দেখতে হয়- চালকদের প্রশিক্ষণ, লাইসেন্স প্রাপ্তি, গাড়ির ফিটনেস ও সড়কের অবস্থা। এসব বিষয় দেখে শুনে একটা পরিপূর্ণ আইন ও যুগোপযোগী করতে একটু সময় লাগছে।’
আইনমন্ত্রী বলেন, ‘আমি শুধু এটুকু বলব, সড়ক দুর্ঘটনার মামলা যখন আদালতে আসবে তখন অন্ততপক্ষে এমন সাজা হয় যাতে চালক ও মালিকরা বুঝতে পারে এ রকম অপরাধ করে পার পাওয়া যাবে না।’
আজকের বাজার/আরজেড