সাইক্লিস্টদের দীর্ঘ প্রাণের দাবীতে প্রতি বছর এপ্রিলের প্রথম শুক্রবার যথাযথ মর্যাদায় ‘সাইকেল লেন দিবস’ পালন করা হয়। তারই ধারাবাহিকতায় রাজধানীর মানিক মিয়া এভিনিউর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজ ৫ এপ্রিল অষ্টম বারের মত সাইকেল লেন দিবস ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
‘জ্বালানী সাশ্রয়, যানজট রোধে সাইক্লিংকে উৎসাহিত করুন’ এই প্রতিপাদ্যে এবার দিবসটি পালন করা হয়েছে।
পরিষদের সভাপতি আমিনুল ইসলাম টুববুসের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ব বিদ্যালয় সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরিফিন সিদ্দিক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সংসদ সদস্য আকবর হোসেন পাঠান (কিংবন্তী চিত্রনায়ক ফারুক)।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন বিশ্ব বিদ্যালয় ক্যাম্পাস পত্রিকার প্রধান সম্পাদক ড. এম. হেল্লাল, ব্রেন্ড লাইফ এন্ড হসপিতালের ব্যাস্হাপক ফকরুল হোসেন, স্যোসাল ইসলামি ব্যাংকের অতিরিক্ত ব্যাবস্হাপনা পরিচালক এসানুল আজিজ, বিশিষ্ট ক্রীড়াবিদ কায়সার হামিদ।
অনুষ্ঠান শুরুতে পুরান ঢাকা ও বননীর অগ্নিকান্ডে আহত ও নিহতদের স্মরনে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সকাল ১০টায় দেশব্যাপী সাইকেল শোভাযাত্রা বের করা হয়।