অষ্ট্রেলিয়ায় বার্ষিক দাবানল মৌসুম শুরুর আগেই একাধিক অগ্নিকান্ড শুরু হয়েছে।
এ প্রেক্ষিতে নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রধানমন্ত্রী ক্রিস মিনস এক সংবাদ সম্মেলনে সকলকে উত্তপ্ত গ্রীস্মের জন্যে প্রস্তুত থাকতে বলেছেন।
তিনি সকলকে ভয়ংকর দাবানল মৌসুমের বিষয়ে সতর্ক করে বলেছেন, আমরা কেবল অক্টোবরের প্রথম সপ্তাহে আছি। অথচ এখনই আমরা গ্রীস্মের মাঝামাঝি সময়ের পরিস্থিতিতে রয়েছি।
ক্রিস আরো বলেন, দাবানলের জন্যে এ ধরনের পরিবেশ অনুকূল এবং এ কারনে আঞ্চলিক কিছু সম্প্রদায়ের জন্যে এটি ভয়ংকর হয়ে উঠতে পারে।
প্রধানমন্ত্রী এন্থনি আলবানিজ ক্রিসের কথার সাথে সুর মিলিয়ে বলেছেন, দাবানলের মৌসুম আগেভাবে শুরু হয়েছে। অথচ অষ্ট্রেলিয়ায় বসন্ত শুরু হয়েছে এক মাস হলো।
দমকল কর্মীরা বলছে, তারা নিউ সাউথ ওয়েলসে নিয়ন্ত্রণের বাইরে থাকা ১৮টি দাবানল নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আগুনে অন্তত তিন বাড়ি ভস্মীভূত হয়েছে। আহত একজনকে হাসপাতালে নেয়া হয়েছে।
এদিকে মঙ্গলবার ভিক্টোরিয়ার গ্রামীণ এলাকার লোকজনকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
ভিক্টোরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় ৬৫০ দমকল কর্মী ১৭ হাজার হেক্টর এলাকার আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
যদিও দিন শেষে প্রবল বর্ষণে আগুন নিভে যায়।
এদিকে বর্ষণের কারনে বুধবার মেলবোর্নের ১৬০ কিলোমিটার দূরের এলাকায় বন্যার সতর্কতাও জারি করা হয়েছে।
গত মাসে অষ্ট্রেলিয়ার আবহাওয়া বু্যুরোর ঘোষণায় বলা হয়েছে, এল নিনোর প্রভাবে দেশটির আবহাওয়ায় শুষ্কতা বাড়ছে। এরফলে দাবানল ও খরা বাড়বে। (বাসস ডেস্ক)