অষ্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় গণপরিবহনে মাস্ক বাধ্যতামূলক

অষ্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে সোমবার গণপরিবহনে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে।
মেলবোর্নের উত্তরাঞ্চলীয় শহরতলিতে সম্ভবত দু’জন করোনা রোগী শনাক্ত হওয়ার প্রেক্ষিতে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।
রাজ্যের স্বাস্থ্য দপ্তর বলছে, এই দুই রোগীর বিষয়ে পূর্ণ তদন্ত চলছে।
তদন্ত ও করোনা রোগীদের জিজ্ঞাসাবাদ শেষ হলে যতো তাড়াতাড়ি সম্ভব জনস্বাস্থ্য বিষয়ে পদক্ষেপ নেয়া হবে।
স্বাস্থ্য দপ্তর বাসিন্দাদের কোভিড-১৯ বিষয়ে প্রয়োজনীয় নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছে।
স্থানীয় সংবাদ মাধ্যম বলছে, সোমবার থেকে যাত্রীদের কেউ মাস্ক না পরলে তাকে ২শ’ অষ্ট্রেলিয়ান ডলার জরিমানা গুণতে হবে।