অষ্ট্রেলিয়ায় অগ্রিম লকডাউন অনেক জীবন বাঁচিয়েছে : গবেষণা

অষ্ট্রেলিয়ায় করোনা ভাইরাস মোকাবেলায় নেয়া অগ্রিম লকডাউনের কারনে অনেক মৃত্যু ঠেকানো গেছে। একইসঙ্গে কোটি কোটি ডলার অর্থনৈতিক ক্ষতির হাত থেকেও দেশটি রক্ষা পেয়েছে।
শনিবার প্রকাশিত এক গবেষণা প্রতিবেদন থেকে এ কথা বলা হয়েছে।
অষ্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি (এএনইউ) এবং ইউনিভার্সিটি অব মেলবোর্নের করা প্রথম দফার কোভিড -১৯ সংক্রমণ নিয়ে গবেষণা প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
তারা ক্ষতির পরিমাণ হিসেব করে বলেছে, দেশের অধিকাংশ স্থানে ২০২০ সালের মার্চ থেকে যে আট সপ্তাহের লকডাউন জারি করা হয়েছিল তাতে ৪০ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয়েছে যা জিডিপি’র তিন শতাংশ।
এনএনইউ’র ক্রফোর্ড স্কুল অব পাবলিক পলিসি’র কোয়েন্টিন গ্রাফটন এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন, দীর্ঘমেয়াদি এই লকডাউনে যে ক্ষতি হয়েছে তা জীবনহানির চেয়ে মহত্তর।
উল্লেখ্য, তিনি এই প্রতিবেদনের সহ লেখক।
অষ্ট্রেলিয়া ২০২০ সালের মার্চ মাসে আন্তর্জাতিক সীমান্ত বন্ধ করে দিয়েছে। যারা বিদেশ ভ্রমণ করে দেশে ঢুকেছে তাদের বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিনে রেখেছে।
গত বছর মার্চ থেকে জুনে অষ্ট্রেলিয়ায় করোনায় মারা গেছে মাত্র ১০৪ জন।
এদিকে ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে দ্বিতীয় দফার সংক্রমনে প্রায় ৮শ মারা যাওয়ায় মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৯শরও বেশি।
ইউনিভার্সিটি অব মেলবোর্নের প্রফেসর টম কমপাস ভিক্টোরিয়ার বর্তমান লকডাউনকে যথাযথ বলে উল্লেখ করেছেন।