অষ্ট্রেলিয়ায় মধ্য আকাশে দুটি ছোট বিমানের মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছে। পুলিশ বলছে, দুই ইঞ্জিন বিশিষ্ট বিমান দুটিতে একজন করে পাইলট ও যাত্রী ছিল। ম্যাঙ্গালোর শহরের চার হাজার ফিট উপরে সংঘর্ষের পর বিমান দুটি বিধ্বস্ত হয়।
ছবিতে বিমান দুটির ধ্বংসাবশেষ জমি ও গাছপালার ওপর পড়ে থাকতে দেখা গেছে। পুলিশ আরো বলছে, উভয় বিমান বৈধভাবেই ওই এলাকায় উড়ছিল। তবে দুর্ঘটনার তদন্ত চলছে। তিনি বলেন, একটি বিমান সংঘর্ষের কিছু আগে কাছের বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। কিন্তু অন্য বিমানটি কোথা থেকে এসেছে তা এখনও জানা যায়নি। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান