কার্তিক মাসে হঠাৎ করে ধারাবাহিক বৃষ্টিপাতের কারণে ফরিদপুর জেলার ফসলের ক্ষতি হয়েছে। গত তিনদিনের বৃষ্টিতে জেলার বিভিন্ন উপজেলার প্রায় তিনশ হেক্টর জমির ফসল নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। তবে এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে মুড়িকাটা পেঁয়াজসহ শীতকালীন সবজি।
সাম্প্রতিক সময়ে দুই দফা বন্যার ক্ষতি পুষিয়ে নিয়ে জেলার চাষিরা নতুন করে শীতকালীন ফসল রোপন করেন। কিন্তু কার্তিক মাসের এই বৃষ্টিতে তা আবার নষ্ট হওয়ায় জেলার চাষিরা চরম বিপাকে পড়েছেন। এদিকে নিম্নচাপের প্রভাবে সারাদেশের মতো ফরিদপুরও জনজীবনে প্রায় অচল হয়ে পড়েছে। গত তিন দিনে জেলার কোথাও সূর্যের দেখা মেলেনি।
ফরিদপুর আবহাওয়া অফিসের পেশাগত সহকারি সুরুজল আমিন জানান, শুক্র ও শনিবার জেলায় ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে শিগগিরই আবহাওয়া স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।
আজকের বাজার/লুৎফর রহমান