অসহায় বৃদ্ধাকে হাত-পা বেঁধে নির্যাতন, শওকত গ্রেফতার

অসহায় সেই বৃদ্ধাকে নির্যাতনকারী শওকত আলী শেখকে গ্রেফতার করেছে সাতক্ষীরার তালা থানা পুলিশ।

বৃদ্ধা গোলজান বিবির (৮৫) কাছ থেকে কৌশলে ৫৯ শতক জমি নিজের নামে লিখে নেন শওকত আলী। বৃদ্ধা তার জমি ফেরত চাইলে গত বৃহস্পতিবার সকালে হাত-পা বেঁধে নির্যাতন করেন শওকত।

এ ঘটনায় শনিবার সংবাদ প্রকাশের পর নির্যাতনকারী তালা সদরের আটারই গ্রামের মোহাম্মদ শেখের ছেলে শওকত আলীকে রোববার আড়াইটার দিকে গ্রেফতার করে পুলিশ। বৃদ্ধা গোলজান বিবি তালা সদরের আটারই গ্রামের বাসিন্দা।

তালা থানা পুলিশের ওসি মেদেহী রাসেল বলেন, সংবাদ প্রকাশের পর অসহায় বৃদ্ধা গোলজান বিবিকে নির্যাতনকারী শওকত আলীকে গ্রেফতার করা হয়েছে। বৃদ্ধার পৃথিবীতে আপন বলতে কেউ নেই। কৌশলে বৃদ্ধার কাছ থেকে ৫৯ শতক জমি ও টাকা আত্মসাৎ করেছে শওকত। এমন অভিযোগে তাকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে বৃদ্ধাকে হাত-পা বেঁধে নির্যাতন চালান শওকত আলী। এতে তার হাতের একটি আঙুল ভেঙে যায়। আঘাতপ্রাপ্ত হয় শরীরের বিভিন্নস্থানে। পরে স্থানীয়রা বৃদ্ধাকে উদ্ধার করে। বর্তমানে তিনি প্রতিবেশি খোকন মোড়লের বাড়িতে রয়েছেন।

আজকের বাজার/আরআইএস