অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কেউ নেই-এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশের সর্বক্ষেত্রেই চলছে বিপর্যয়। মানুষের জীবনের নিরাপত্তা নেই। প্রতিদিন খুন-গুমের ঘটনা ঘটছেই। দুর্ঘটনা-প্রাকৃতিক দুর্যোগে মারা যাচ্ছে বহু মানুষ। অসহায় জীবনযাপন করছে সাধারণ খেটে খাওয়া মানুষ। তাদের পাশে দাঁড়ানোর কেউ নেই। রাজনৈতিক দলগুলো নিজেদের নিয়ে ব্যস্ত।

৬ জুলাই বৃহস্পতিবার জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে যশোরের ইসলামী ঐক্যজোটের নেতা হাকীম মুফতি ফিরোজ শাহের জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক এই রাষ্টপতি এসব কথা বলেন। মুফতি ফিরোজ প্রায় শতাধিক অনুসারী ও দলীয় নেতাকর্মী নিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন।

এরশাদ বলেন, বিএনপি-আওয়ামী লীগ দেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবে না। কারণ তারা এইসব অশান্তির জন্য মূলত দায়ী। মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হলে, জাতীয় পার্টিকেই আবার ক্ষমতায় অধিষ্ঠিত হতে হবে। মানুষ জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে।

জাপা চেয়ারম্যান বলেন, দীর্ঘ ২৭ বছর আমরা ক্ষমতার বাইরে। আমাকে ও জাতীয় পার্টিকে নিঃশেষ করার অনেক ষড়যন্ত্র হয়েছে। আমি আল্লাহর অশেষ রহমতে এখনও বেঁচে আছি। জাতীয় পার্টি এখনও বৃহৎ রাজনৈতিক শক্তি। যারা আমাকে ও জাপাকে নিঃশেষ করতে চেয়েছিলো, তারাই আজ নিঃশেষ হবার পথে। অবিচার ও অত্যাচারিকে আল্লাহও পছন্দ করেন না। তার ফলাফল একদিন না একদিন ভোগ করতেই হয়।

জাপা প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগীয় সমন্বয়কারী সুনীল শুভ রায়ের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য মেজর অবসরপ্রাপ্ত খালেদ আখতার, কেন্দ্রীয় নেতা এস.এম. মুশফিকুর রহমান এবং যোগদানকারী নেতা হাকীম মুফতি ফিরোজ শাহ্।

এসময় আরো উপস্থিত ছিলেন জাপা চেয়ারম্যানের উপদেষ্টা রেজাউল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, যুব সংহতির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম শাহজাদা, কেন্দ্রীয় নেতা আবু সাঈদ স্বপন, হেলাল উদ্দিন, ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু ও মিলটন হাওলাদারসহ আরো অনেকে।

আজকের বাজার: এলকে/এলকে ৬ জুলাই ২০১৭