সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাদের দেশের সাধারণ মানুষ সড়কে কোনো আইন অমান্য করেন না। দেশের সাধারণ জনগণ আইন মেনেই চলাচল করেন। তবে এই দেশের অসাধারণরাই আইন মানেন না।
রোববার ০২ জুলাই সচিবালয়ে আয়োজিত ঈদ পরবর্তী পর্যালোচনা ও প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, ভিআইপিরা জাতীয় মহাসড়কেও আইন ভঙ্গ করেন। মহাসড়কে সাইরেন বাজিয়ে চলাচল করেন তারা। জাতীয় মহাসড়কে সাইরেন বাজানো বন্ধের বিষয়টি আগামী মন্ত্রিসভার বৈঠকে উত্থাপন করা হবে। এবার ঈদুল ফিতর উপলক্ষে সড়ক ব্যবস্থাপনা ৮০ শতাংশ সফল হয়েছে। আগামী কোরবানি ঈদে যাত্রা আরও নির্বিঘ্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। আজ থেকেই এর কাজ শুরু হচ্ছে।
আজকের বাজার: আরআর/ ০২ জুলাই ২০১৭