প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা অসুস্থতার কারণে, এক মাসের ছুটি নিয়েছেন সরকারের পক্ষ থেকে এমনটা জানানো হলেও, তা মানতে নারাজ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দাবি করেন, সরকার প্রধান বিচারপতিকে জোর করে দায়িত্ব পালন থেকে বিরত রেখেছে। উচ্চ আদালতও সরকারের স্বৈরাচারী আক্রমণের শিকার বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল।
৪ অক্টোবর বুধবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ফখরুল এসব কথা বলেন। প্রধান বিচারপতির ছুটির বিষয়ে দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে, এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
গত সোমবার প্রধান বিচারপতি এক মাসের ছুটি চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করেন। পরে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের জানান, প্রধান বিচারপতি ক্যানসারে আক্রান্ত। এজন্য তিনি ছুটি চেয়েছেন।
প্রধান বিচারপতিকে ছুটি নিতে বাধ্য করে, সরকার নোংরা কাজ করেছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। প্রধান বিচারপতির বর্তমান অবস্থান কী, জাতি তা জানতে চায় বলেও জানান মির্জা ফখরুল। তিনি বলেন,প্রধান বিচারপতিকে জোর করে দায়িত্ব পালন থেকে বিরত রাখা হয়েছে। এতে প্রমাণিত হয়, অস্তিত্ব সংকটের ভীতিতে বেসামাল হয়ে গেছে সরকার। প্রধান বিচারপতি অসুস্থ নন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, নাজমুল হক নান্নু ও বিএনপি নেতা আবদুস সালাম আজাদ, আবদুল আউয়াল খান, আমিনুল ইসলাম, সাইফুল ইসলাম পটুসহ আরো অনেকে।
আজকের বাজার:এলকে/এলকে ৪ অক্টোবর ২০১৭