বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন ‘থাগস অব হিন্দুস্তান’ ছবির শুটিংয়ের সময় অসুস্থ হয়ে পড়েছেন। টাইমস নাও এক প্রতিবেদনে জানায়, মুম্বই থেকে চিকিৎসকদের একটি দল যাচ্ছে অমিতাভকে দেখার জন্য। আপাতত ছবির শুটিং বন্ধ রাখা হয়েছে।
জানা গেছে, বিজয় কৃষ্ণ আচারিয়া পরিচালিত ‘থাগস অব হিন্দুস্তান’ ছবিতে আমির খান, ফাতিমা সানা শেখ ও ক্যাটরিনা কাইফও অভিনয় করছেন। ২১০ কোটি বাজেটের এই ছবির শুটিং মালটাতে শুরু হয় গত বছর।
যোধপুরে শুটিংয়ের পাশাপাশি থাইল্যান্ডেও চিত্রধারণের কথা রয়েছে এ ছবির। রাজস্থানে ছবির শুটিংয়ের মাঝেই অমিতাভ অসুস্থ হয়ে পড়েন বলে জানা যায়।
আজকেরবাজার/এস