প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বর্তমানে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন প্রবীণ রাজনীতিবিদ অধ্যক্ষ আফজাল খানকে উপহার পাঠিয়েছেন। শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ‘মাননীয় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা’ লেখা বিভিন্ন ধরনের ফলের বাক্স হাসপাতালে আনা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধ্যক্ষ আফজাল খানের সন্তানদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন, তার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চান এবং তার আশু সুস্থতা কামনা করেন।
সংরক্ষিত আসনের সংসদ সদস্য আফজাল খানের মেয়ে আনজুম সুলতানা সীমা আজ বাসসকে জানান, অধ্যক্ষ আফজাল খান মঙ্গলবার রাতে অসুস্থ পড়েন।
তিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ বেশ কয়েকটি সমস্যায় ভুগছেন এবং তার শ্বাসকষ্টও বেড়েছে। তাকে প্রথমে কুমিল্লার সিডিপ্যাথ হাসপাতালে এবং পরে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আ’লীগ নেতা আমির হোসেন আমু এবং তোফায়েল আহমেদও তার বাবার সুস্থতার জন্য দোয়া করেছেন বলে আনজুম সুলতানা সীমা উল্লেখ করেন। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান